কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন (কে এস ও) এর ব্লক কমিটি গঠন
নিজ খবরিয়া, ঘোকসাডাঙ্গা, ২৭ জুলাই :-উত্তরবঙ্গের ভূমি পুত্র গুলার ছাত্র সংগঠন কেএসওর মাথাভাঙ্গা ২ নং ব্লক কমিটি গড়ন হইল দেওবার। এই দিন মাথাভাঙ্গা ২ ব্লকের ভোগমারা গেরামের এক কেএসও কর্মীর বাড়ির আদ্দোরত ছাত্র সংগঠনের ব্লক কমিটি গড়ন হৈলেক। উপস্থিত আছিল কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা সুরেশ রায়,কেন্দ্রীয় কমিটির মারেয়া অপু বর্মন,কোচবিহার জেলা কমিটির গরেয়া সন্তোষ রায়,জলপাইগুড়ি জেলার ঢোকা মাড়েয়া জয়ন্ত রায় সহ আরো ভাইল্লা মানসি। এই দিনের বৈঠকত ১১ ঝন সদস্যক নিয়া কমিটি গড়ন হৈলেক, দায়িত্ব পাইচে যথাক্রমে মানব বর্মন (গড়েয়া), সুশান্ত বর্মন (মাড়েয়া), অশোক বর্মন (ভান্ডারি)। এই বিষয় নিয়া কেন্দ্রীয় কমিটির মাড়েয়া অপু বর্মন কন আজি খুলি বৈঠকের মধ্য দিয়া সংশ্লিষ্ট ব্লকের ব্লক কমিটি গড়ন হৈলেক, খিব তাড়াতাড়ি বাকি ব্লকতো কমিটি গড়ন হবে।