আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যায়া দেখা করিল জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুদেব কর্মকার

রাহুল দেব বর্মন ,বুড়িরহাট –

বিতা ২০ আগস্ট দিনহাটা 2 নং ব্লকের বুড়ির হাট বাজার এলাকাত তৃণমূল কংগ্রেস আরহ বিজেপির রাজনৈতিক সংঘর্ষ ওত বিজেপি কর্মীক মাইরধর করা,বাইক জ্বালে দেওয়া নিয়া অভিযোগ ওঠে থানীয় তৃণমূল কংগ্রেসের উপরাত।

উল্টাপাকে থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করে দিনহাটা ২নং ব্লকের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি খগেস্বর বর্মন এর উপর চড়াও হয় বিজেপি কর্মীর ঘর।
সেই সময় হামার দলের কর্মীর ঘর উমার নেতাক বাচের যায় ইয়ার পরে দুই দলের মইধ্যে কাজিয়া নাগে।
সেইমতো সেই কাজিয়া এখান ডাঙর রাজনৈতিক সংঘর্ষ তৈয়ার করে।

বিজেপি নেতৃত্বর ঘরের দাবি সেইদিনা রাতি উমার দলের কর্মী বাড়িত হামলা করে তৃণমূলের গুন্ডার ঘর, আরহ বম মারাও হয় বুলি জানাইছে আক্রান্ত বিজেপি কর্মী প্রীতম ঘোষ।

প্রীতম ঘোষ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ছাত্র রাজনীতির সাত ওত জড়িত থাকার বাদে উয়ার বাড়িত হামলা করে তৃণমূল এমনটায় অভিযোগ করিছে দিনহাটা ZP ২৫ মণ্ডলের সহ গড়েয়া প্রদীপ কুমার বর্মন।

কিন্তু এই অভিযোগ মিথ্যা বুলি দাবি থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বর।
আজি সেই আক্রান্ত নিজেও কর্মীর বাড়িত যায়া দেখা করে কুচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদেব কর্মকার।

উমরা কয় তৃণমূল কংগ্রেসের ঠাঙের তলের মাটি সরি যাওয়ার বাদে উমরা এই সন্ত্রাস চালে নাইগছে।
উমরা দলীয় কর্মীর পরিবারের পাশ ওত থাকার আশ্বাসও দিছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *