বিদেশি জন্মদিনক দূরত থুয়া নয়া নিয়ম পালন করি উজ্জাপন দিবস পালন করিল রাজবংশী দম্পতি

বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,৩১আগস্ট:

মাথাভাঙা দুই নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলে দেওয়ান বস গ্রামের বিধান বর্মন বেটি মিথি বর্মনের পয়লা জন্মদিন পালন করিল রবিবার।একে বারে নয়া উদ্যোগ নিয়া রাজবংশী কৃষ্টি কালচার তুলতি ধরির বাদে রাজবংশী সমাজের হলদিয়া গামছা ঘরত দিয়া সাগাই শোধর গিলাক বরণ করিয়া। গুয়া-পান,কলা গাছের মারবা ,সুধায় দেওয়ারিত সাইন্টার বাতি জ্বলে চাইলন সাজে, বিদেশি নীতি কেকের পরিবর্তে বেটির মুখত পায়েস খোয়া ধান চাউল দুব্বা দিয়া আশীর্বাদ করি মিথির পয়লা উদযাপন দিন পালন করিল দেওয়ান বস এর রাজবংশী দম্পতি।

এই উদযাপন দিনের অনুষ্ঠানত সোধর হিসেবে উপস্থিত আছিলেক ডারি-ঘর ফেসবুক গ্রুপের ডাংগুরিয়া সমীর পাটোয়ারী, সুজন রায়, তানিস বর্মন ,কিশোর রায় শোধে আরো ভেল্লা মানসী।

দাঁড়িঘর ডাংঙ্গোরিয়া সমীর পাটোয়ারী কয় হামা যদি জন্মদিন পালন করি নাগে ।তবে হামা হামার রাজবংশী সমাজের নিয়ম নীতি অনুসরণ করি পালন করা দরকার ।যেমন হামার শুভ জিনিস হৈল হলুদ যা জন্ম থাকি মৃত্যু পর্যন্ত শুভ কাজত ব্যবহার করি।এমতনে কলা মারওয়া, পানসুপারি, দেওয়ারীবাতি হামার শুভ জিনিস।তারে বাদে একবছর উজাপন দিন হিসাবে হামা একটা বাতি জালে পহেলা উদযাপন দিন পালন করিলং। যত তম উদযাপন দিন হবে ঠিক তয়টাই দেওয়ালির বাতি জ্বলে হামা উযাপন দিবস পালন করিম।

মিথির বাবা বিধান বর্মন কয় হামা রাজবংশী ক্ষত্রিয় মানসী হামা হামা সংস্কৃতি ভুলি যাছি, হামার সংস্কৃতিক হামারে তুলতি ধরির লাগিবে ,তার জন্যে মোর বেটির পয়লা উদযাপন দিবস কেক না কাটি রাজবংশী নিয়ম-নীতি মানি কলামারোয়া সুধায় চাইলন বাতি জ্বলে, পান সুপারি ধান দূর্বা সাজে পায়েস খাওয়ার মধ্য দিয়ে পালন কলুং। মুই হামার দাদা ভাই ঘরকাছত আটুশ করঙ্গ সবায় হামার রাজবংশী নিয়ম মানি উদযাপন দিন পালন করেন এতে হামার কৃষ্টি-কালচার হামলায় সবার সামনে তুলতি ধরি পাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *