শিক্ষারত্ন পুরষ্কার পাবে মুরালিগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার সামসুল আলম

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: রাষ্ট্রপতি পুরস্কারের জইন্যে ছয়জন স্কুল শিক্ষকের নাম পাঠানো হয় পশ্চিমবঙ্গ রাইজ্য সরকারের পক্ষ থাকি। সেই ছয়জনের মইধ্যে তাঁর নামটাও আছিল। কিন্তু কেন্দ্র সরকার সেই শিক্ষকের নাম বিবেচনা না করিলেও রাইজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাবেন হেডমাস্টার সামসুল আলম। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার সামসুল আলম শিলিগুড়ি শিক্ষা জেলার মইধ্য থাকি রাইজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাবেন।
শিলিগুড়ি শিক্ষা জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক কন, “দেওবার বিকাশ ভবন থাকি মেইল করি শিক্ষারত্ন দিবার বিষয়ে জানানো হয়।”
এই বিষয়ে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায় কন, “সামসুল বাবু মুরালিগঞ্জ হাইস্কুল এর অনেক উন্নতি করেন আর একটা মডেল স্কুল হিসাবে তৈয়ারী করেন।”
এই বিষয়ে সামসুল বাবু কন, “এই পুরস্কার তাঁর একেলারে পুরস্কার না হয়, সোউগ অভিভাবক, ছাত্রছাত্রী, এলাকার মানষি, শিক্ষক-শিক্ষিকা সগারে পুরস্কার এইটা। সগারে সহযোগিতায় এই স্কুল খালি রাইজ্যর মধ্যে নাহয়, দেশের একটা মডেল স্কুল হিসাবে স্বীকৃতি পাইসে। এই পুরস্কারে সগায় খুশি।” সামসুল বাবু শিক্ষারত্ন পাছেন স্কুলের ভিতর সার্বিক স্বাস্থ্য বিধান এর দিক থাকি। ইয়ার আগত ২০১৩ সালে শিক্ষা ব্যবস্থা, পরিবেশ আরহ্ স্বাস্থ্যের দিক দিয়া যামিনী রায় পুরস্কার পান।
২০০৪ সালে এই স্কুল তৈরী হয়, আর স্কুলের পহেলা হেডমাস্টার হিসাবে ঐ বছর যোগ দেন সামসুল বাবু। সেই সময় খাতায় কলমে ছাত্রছাত্রী ১৬৫ জন আছিল। বর্তমানে ছাত্রছাত্রী ২০০০ এর বেশি আছে। সেই স্কুলের হেডমাস্টার সামসুল আলমের শিক্ষারত্ন পুরস্কার পাবেন ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। করোনা অতিমারির কারণে এবার শিক্ষক দিবসের দিন রাইজ্যের ৪০ জন শিক্ষক শিক্ষিকাক সরাসরি সম্মান জানানো হবে না, সগারে বাড়ি বাড়ি পুরস্কার পাঠে দেওয়া হইবে রাইজ্য সরকারের পাখ থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *