কেন্দ্রের ঘাটায় ধরিল রাজ্য, জারি ভেল্লা বিধিনিষেধ

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: আনলক ৫ এর বিধিনিষেধ আইসা ৩০ নভেম্বর পইর্যন্ত বাড়ে দিছে কেন্দ্র। সেই ঘাটাত হাঁটিয়া ভেল্লা লকডাউন বিধি ঘোষণা করিলেক রাজ্য সরকার। এই বিধি চালু থাইকবে আইসা ৩০ নভেম্বর পইর্যন্ত। সোমবার নবান্ন থাকি এক বিবৃতি জারি করিয়া জানে দেওয়া হয়। আইসা ৩০ নভেম্বর পইর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকিবে। পঠনপাঠন হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র গিলাতেও। প্রশিক্ষণ ছাড়া অইন্য কোনও কাজের জন্য খোলা যাইবে না সুইমিং পুল। কনটেনমেন্ট জোনের বায়রাত সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলিবে তবে দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না। কনটেনমেন্ট জোনের বায়রাত সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সাংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত চলিবে। তবে তার জইন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া খাবে ও করোনা স্বাস্থ্যবিধি মানি চলির নাগিবে।কোনও হলে জমায়েতের ক্ষেত্রে হলের ধারন ক্ষমতার ৫০ শতাংশ লোক জড়ো করা যাবে।খোলা জাগাত জমায়েতের ক্ষেত্রে জাগার আয়তন অনুযায়ী লোকসংখ্যা সীমিত রাখা খাবে। মানির নাগিবে সামাজিক দূরত্ব, মাস্ক পরির নাগিবে, কর্তৃপক্ষক থার্মাল স্ক্য়ানিং আর হাত ধোয়ার ব্যবস্থা করির নাগিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *