খেলো ইন্ডিয়া খেলো সিলেকশন ক্যাম্পে উদ্যেশ্যে রওনা দিল রাজবংশী ঘরের ছাওয়া সাগরিকা

বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,৭নভেম্বর:-আসামের বনগাই গাঁও শুরু হৈল খেলো ইন্ডিয়ার খেলা সিলেকশন ক্যাম্পে( নির্বাচন শিবির) ।তারে উদ্যেশে আজি শনিবার সকাল ৬টাতে রওনা দিল প্রান্তিক গ্রাম মাথাভাঙ্গা দুই নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলের মুকুলডাঙ্গা গ্রামের দিন আনি দিন খাওয়া বাপ মধুসূদন বর্মন এর বেটি সাগরিকা বর্মন।জানাযায় সাগরিকা ছোট বেলা প্রাথমিক স্কুল থাকি খেলাধুলা প্রতি চর্চা করি ভেল্লা পুরস্কার লাভ করেছে। জেলা থাকি রাজ্য আরো ন্যাশনাল পর্যন্ত প্রায় সব গিলা পুরস্কারে ঘর তুলি গ্রামের নাম উজ্জ্বল করেছে। আর এই খেলো ইন্ডিয়া খেলো তো ভালো ফল করি সফল হবে বুলি আশা করেছে গ্রামের মানসী গিলা সদে কোচ অনাথ বৈরাগী।
কোচ অনাথ বৈরাগী কয় সাগরিকা ভালো ফল করিবে তা আশা বাদী সর্বক্ষণে সর্বদা গ্রামবাসী আশীর্বাদ তার সাথে আছে। এই খেলো ইন্ডিয়া খেলো সিলেকশন ক্যাম্পে চান্স পাবার গেইলে ন্যাশনাল স্তরের ছাড়পত্র দরকার যা সাগরিকা বর্মনে অনেক বার জুলিত তুলি আনিছে ।কিন্তু তাং সাগরিকা কোনো সরকারি সহযোগিতা পায় নাই। আজি সাগরিকা রওনা দিন, উনায় খেলাবে অনূর্ধ্ব ১৭ র ১০০মিটার,২০০মিটার সুধে লং জাম্প ।মুই আশা বাদী সাগরিকা পাবে ।এই দিনটা তানে সাগরিকা বর্মন তিন বছর ধরি চেষ্টা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *