হামা দাদার অনুগামী!
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: শুভেন্দুর সমর্থনত ব্যানার পইড়লেক মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের কুর্শামারিত। রাতারাতি কুর্শামারি বাজারের নানান জাগাত দেখা গেইছে শুভেন্দুর ফটোকের নগত ব্যানার। যেটা রাজনৈতিক মহলত চাঞ্চল্য ছড়াইছে। শনিবার সাকালে মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের কুর্শামারি বাজারত নজরে আইসে শুভেন্দুর সমর্থনত ব্যানার। বাজার জুড়িয়া পোস্টারত তিন লাইনে লেখা “আমরা দাদার অনুগামী” কুর্শামারি অঞ্চল মাথাভাঙ্গা ১ নং ব্লক, সাথত শুভেন্দু অধিকারীর ফটোক। আর এই নিয়া রাজনৈতিক মহলত চাপানউতোর শুরু হইছে। এইবারে মাথাভাঙ্গাত ব্যানার পড়ায় রাজনৈতিক জল্পনা কয়েক গুন বাড়ি গেইলেক।
কোচবিহার জেলা জুড়ি তৃনমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলি আইসেছে। এমনিতেই বিধায়ক মিহির গোস্বামীক নিয়া বিপাকে পড়িছে তৃণমূল। তার উপুরা শুভেন্দুর সমর্থনত ব্যানার পড়াতে তৃনমূলের অন্দরে চাপ বাড়িছে বুলি রাজনৈতিক মহল মনে করে। যদিও এইটাক খুব একটা গুরুত্ব দিতে নারাজ মহকুমা তৃণমূল নেতৃত্ব।
এলাকার বিধায়ক হিতেন বর্মণ কন বিষয়টা উমার জানা নাই, তাঙ খোঁজ নিবে। আর গোটা ঘটনাত নজর রাখির ধরিছে। কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জুলজেলাল মিয়াঁ কন দলীয় নেতা মন্ত্রির নামে পোস্টার পড়াতে অসুবিধা কোটে? অইন্য পাকে শুভেন্দুর অনুগামি কাওকো এই বিষয়ে প্রকাশ্যে পাওয়া যায় নাই।