“খেলা শেষে দেখা হবে” দেওয়াল লিখন ঘিরে বাকযুদ্ধ তৃণমূল-বিজেপি

বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা,১১মার্চ:- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য বিধানসভা রাজনৈতিক দামামা বেজে গিয়েছি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু কন্ঠে খেলা হবে স্লোগানটি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দল খেলা হবে স্লোগানটি দিচ্ছেন পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীরাও খেলা হবে কথাটি কে নানান ভাবে ব্যবহার করছেন। সে মতেই মাথাভাঙ্গা বিধানসভার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের ১৫নং সংসদের ২এর ৪১নং বুথে বিজিপি প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল লিখনে তারা লিখেছেন “খেলা শেষে দেখা হবে”।
এ বিষয়ে বিজেপির মাথাভাঙা বিধানসভার কো কনভেনার ইন্দ্রজিৎ দেবনাথ বলেন সে বিষয়ে আমরা অবগত প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেসের খেলা শেষ। দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস এটার অপব্যাখ্যা করছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। আমরা লিখেছি খেলা শেষে দেখা হবে। এখানে তৃণমূল কংগ্রেস কেন প্রতিটা দলের যারা যারা রয়েছে তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জির সবকা সাথ সবকা বিকাশ যে কথা বলেছে সেই নীতিতে আমরাও বিশ্বাসী। খেলা শেষে সত্যিই দেখা হবে, সকলকে নিয়ে আমরা বিজয় মিছিল করব সে বিষয়ে আমরা নিশ্চিত সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই দেওয়ার লিখন। এই বিধানসভায় আমরা কুঁড়ি হাজার ভোট লিড দেবো নিশ্চিত। এই বিধানসভা কেন্দ্রে কোন খেলাই হবে না কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন তিনি নিজেও জানেন, তিনি লোকসভা ভোটে জিততে পারেননি বারবার বলছিলেন শীতলকুচি বিধানসভা দাঁড়াতে কিন্তু যেহেতু ওখানে ওনাদের জেলা সভাপতি দাঁড়িয়েছে তাই অন্যকে মাথাভাঙ্গা বিধানসভার সিটি দিয়েছে তিনি ভয়ে এখানে দাঁড়িয়ে ছেন।

এই কথার পরিপেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ২ ব্লক সভাপতি হরিপদো মিত্র বলেন খেলা তো হবেই আমরা ১০০শতাংশ জিতব এটাই চ্যালেঞ্জ। অনেকটা রিকভারি হয়েছে আমরা বিশ্বাসী আমরাই জিতবো এটাই চ্যালেঞ্জ খেলা হবে এই।

আসলে খেলার আক্ষরিক অর্থ কি? খেলা টা কিসের এই বিষয়ে তৎপর যেমন জনসাধারণ তেমনি “খেলা হবে ” দেওয়াল লিখন ও বক্তৃতা কে নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝড় উঠছে তা বলাই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *