কেপিপি’র ব্লক কমিটি গঠন
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার
সমবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পৈক্ষ থাকি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের কাজুয়া কর্মীলাক নিয়া গঠন করা হইল কুমারগ্রাম ব্লক কমিটি। এই দিনে ফালাকাটাতো গঠন করা হয় কেপিপি’র ফালাকাটা ব্লক কমিটি। ঐন্য পাখে কোচবিহার জেলার ডাঙ্গারহাট’ত কয়েকটা পরিবার নয়া করি কেপিপিত যুক্ত হয়। এই কর্মী সভাত উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মনোরঞ্জন রায়, অধির রায়, অমিত রায়, অপু বর্মন সহ আরো অনেক জন। কেএসও কেন্দ্রীয় মাড়েয়া অপু বর্মন কন, তাড়াতাড়ি কামতাপুরি ভাষায় পঠন পাঠন শুরু করিবা হবে, আর কামতপুরের ইতিহাস পাঠ্য পুস্তকত যুক্ত করিবা হবে। আর না হলে বড়সড় আন্দোলনত নামার হুশিয়ারি দেয় উমরা।