জাল আধারকার্ড চক্রের পর্দা ফাঁস মানিকচকত
রাহুল মন্ডল,মালদা
আধারকার্ড তৈয়ারীর জালিয়াতি চক্রের হদিশ মানিকচকত। গোপন সূত্রত খবর পায়া মানিকচক থানার পুলিশ অভিযান চালেয়া নানান সামগ্রী আর্ধারকার্ড তৈয়ারীর নানান সরঞ্জাম উদ্ধার করিতে সক্ষম হলেও আধরাকার্ডের এই চক্রের সাথত যুক্তলাক ধরিবা পারে নাই পুলিশ ।জাল আধার কার্ড চক্র কায় চালাছে সেইটা খতিয়া দেখিবার বাদে তদন্ত শুরু করিছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেইছে, দেওবার রাতিত গোপন সূত্রের খবরের ভিত্তিত মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশত থামার এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বত পুলিশের দল অভিযান চালায় লালবাথানি এলাকাত। সেঠে রমরমিয়া চলিবার ধরিসিলো জাল আধার কার্ডের চক্র। তবে পুলিশের অভিযানের টের পায়া অভিযুক্তলা পালেয়া যাইতে সক্ষম হলেও জাল আধার কার্ড তৈয়ারিত ব্যবহৃত নানান সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় একটা ল্যাপটপ একটা প্রিন্টার একটা ছোট চাইর চাকার গাড়ি সহ নানান অত্যাধুনিক সামগ্রী। সরকারের অনুমোদন ছাড়ায় মানষির কাছ থাকি টাকার বিনিময়ে জাল আধারকার্ড তৈয়ার করিসিল ।
পুলিশ জানায়, উদ্ধার হয় সৌগ সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈয়ারি করা হইসিল। তবে পুলিশের হানাত টের পায়া অভিযুক্তলা পালায় যাইতে সক্ষম হয়। কায় এই আধার চক্রের সাথত যুক্ত সেইটা খতিয়া দেখিতে তদন্ত শুরু করিছে মানিকচক থানার পুলিশ।