তথ্য আরহ্ সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় প্রধান ভূপেন্দ্র কাইন্থোলা
নিজ খবরিয়া: ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এর ১৯৮৯ ব্যাচের আধিকারিক শ্রী ভুপেন্দ্র কাইন্থোলা কলকাতা পিআইবি কার্যালয়’ত তথ্য আরহ্ সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক হিসাবে দায়িত্ব গ্রহণ করিলেন মঙ্গলবার দিন। ইয়ার আগ’ত শ্রী কাইন্থোলা পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)র আধিকারিক পদ’ত ছিলেন। এক সময়ে চন্ডীগড়ের প্রেস ইনফরমেশন ব্যুরো’ত কাজ করিসেনন আর দিল্লিত দূরদর্শনের বার্তা বিভাগ’ত অতিরিক্ত মহানির্দেশক (সংবাদ বিভাগ) পদ’ত কাজ করিসেন। তার বাইরত উমুরা ডাইরেক্টোরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজ্যুয়াল পাবলিসিটি (ডিএভিপি), ডাইরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভালস্ (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস্ অ্যান্ড ইন্ডিয়া প্যানোরমা বিভাগের আধিকারিক ছিলেন। ইয়ার সাথতে লোকসভা টিভি (বর্তমানে সংসদ টিভি)-ত কাজ করিসেন। এইবার উমুরা পূর্বাঞ্চলীয় শাখার দায়িত্বত আসি কাজ শুরু করিলেন।