বাইক থাকি পড়ি যায়া আহত ১ মহিলা
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ১৮ মার্চঃ বাইক থাকি পড়ি যায়া আহত হৈল এক মহিলা। তাঁক উদ্ধার করি নিয়ে আসা হইল হাসপাতালত। শুক্রবার বিকাল ৩টা নাগাদ ওই দুর্ঘটনাটা ঘটিসে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া টোলগেটত। জানা গেইসে, ওই মহিলাটার নাম লক্ষ্মী পণ্ডিত। মহিলাটার বাড়ি আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের যশোডাঙা এলাকার বাসিন্দা। স্বামী সুব্রত পণ্ডিতের সাথত বাইকত করি বারবিশার দিকত যাবার ধরছিল। তেলিপাড়া টোলগেটের ৩১ নম্বর সি জাতীয় সড়কত থাকা স্পিড ব্রেকার পার করিবার সময় বাইক থাকি পড়ি যায় ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁক উদ্ধার করি টোলগেটের অ্যাম্বুলেন্সে করি কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালত নিয়া আসা হয়।
মহিলার স্বামী সুব্রত পণ্ডিত জানায়, বাইকত উমা বারবিশার দিকে যাবার ধরছিল। টোলগেটের স্পিড ব্রেকারত বাইক থাকি তাঁর স্ত্রী লক্ষ্মী পণ্ডিত পড়ি যায়। উনায় হাতত চোট পায় । জানা গেইসে, ওই মহিলা বর্তমান কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালত চিকিৎসাধীন আছে।