২ কেএলও সদস্যক বহিষ্কার করিল কেএলও চিফ জীবন সিংহ

নিউজ ব্যুরো : ভারত সরকারের নগত শান্তি আলোচনা করার বাদে আইসা দুজন কেএলও সদস্যক বহিস্কার করিল কেএলও সুপ্রিমো। বিতা কালি কেএলও চিফ জীবন সিংহ একটা বিজ্ঞপ্তি জারি করি সোশ্যাল মিডিয়াত পোস্ট করে।যেটে কওয়া হইসে , পৃথক কামতাপুর রাইজ্যের দাবি আরো কোচ কামতাপুরি মানসির সার্বিক উন্নয়নের বাদে ভারত সরকারের নগদ যুদ্ধবিরতি আরো শান্তি আলোচনার জইন্যে জানুয়ারি মাসে ভারতত প্রবেশ করে কেএলও চিফ জীবন সিংহ সোদে আরো বেশ কয়েকজন। উমার মইধ্যে বিশ্বজিৎ রায় ওরফে বিজয় কোচ আরোহ জয়প্রকাশ বর্মন ওরফে জুন কোচ নামে দুজন কেএলও সদস্যক বহিষ্কার করার বিজ্ঞপ্তি জারি করি সোশ্যাল মিডিয়াত প্রকাশ করা হয়। সেই চিঠি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়। যদিও এই চিঠির সত্যতা যাচাই করে নাই হামার চ্যানেল। কেএলও চিফ জীবন সিংহ প্রেস বিজ্ঞপ্তি জারি করি কইসেন যে, বিজয় কোচ আরোহ জুন কোচ উমা দুইজন এমন পদক্ষেপ নিসেন যে , যেইটা সংস্থার ভিত্তি আরো নীতির বিরুদ্ধে, সেই নগতে কামতাপুরি জনগণের বিরুদ্ধে কাজ করেছে। উমা অন্যান্য সাংগঠনিক শক্তির সহযোগিতাত কিছু কাজ করেছে, যা কামতাপুরি জনগণক বিভক্ত আরো উন্নয়নত বাধাদান করি কামতাপরি জনগনক ব্যাগল করিবার চায়ছে। উমা কামতাপুরি জনগণের মূল্যবোধ আরো ন্যায্য দাবির বিরুদ্ধে কাজ চালায়ছে আরোহ মৌলিক নীতি আরোহ মূল্যবোধক দুর্বল করিবার চেষ্টা করেছে। সেই বাদে উমাক বহিষ্কার করা হইল। উমার কর্মকাণ্ডের নগত সংগঠনের কোনো সম্পর্ক নাই। বিজয় কোচ আরোহ জুন কোছের কার্যকলাপত সমর্থন না করিবার বাদে কেএলও চিফ জীবন সিংহ কামতাপুরি জনগনেরটে আবেদন করিসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *