সচেতনতার শিবির
আব্দুল ওহাব,মালদা:মালদার গাজোলে নির্মল যোগ সংঘ অবৈনিক ভাবে রোগ সচেতনতা শিবির করে থাকেন নির্মল কুমার সাহা। জানা যায় যে এই নির্মল যোগে চারশোর অধিক রয়েছে কচিকাঁচা,মহিলা ও পুরুষ থেকে বৃদ্ধরা এই যোগে অংশগ্রহণ করেছেন । এই যোগ শিক্ষক গুরু নির্মল কুমার সাহা জানান তার চিন্তা ধারা আগের থেকে ছিলো যে মানুষ কূলে জন্ম নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন । তিন বছর ধরে সকলের পাশে এবং এই যোগের মধ্যে দিয়ে মানুষের রোগ মুক্তো জীবন গরতে চাই এবং মন শারীরিক সুস্থ ভালো রাখার জন্যই আমি এই প্রশিক্ষণ দিয়ে চলেছি বিনামূল্যে । আমার লক্ষ্য দেশকে ভালো রাখতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমার লক্ষ্য বলে জানান যোগ গুরু নির্মল কুমার সাহা।