নিম্ন মানের কাজের অভিযোক তুলে,ঠিকাদারি সংস্থার কাছে কাজের মান জানতে চাওয়া কে কেন্দ্র করে বচসা।
ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের সালকুমার অঞ্চলের খাউচাদ পড়ায়। জানাগিয়েছে রবিবার খাউচাদ পাড়া থেকে যুগলি ক্লাব হয়ে প্রায় ৬কিমি PNG রাস্তার কাজ হচ্ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এদিন নিম্ন মানের কাজ হওয়ায় পিচ দেওয়ার একদিন পরেই সেই পিচ উঠেগিয়েছে বলে অভিযোগ,তারই প্রতিবাদ জানিয়ে সঠিক কাজের সিডিউল দেখতে চাইলে এই বচসা সৃষ্টি হয় বলে জানাযায়।এবিষয়ে সালকুমার অঞ্চলের প্রধান বিমল গাবুয়া বলেন আমি গন্ডগোল শুনতে পেরে ঘটনা স্থলে যাই ,এবং গিয়ে বলি কাজ বন্ধ করবেন না , কাজ হোক ইঞ্জিনিয়ার সাথে কথা বলে কাজ টি করা হোক,কিন্তু কিছু ব্যাক্তি আমার উপরও চড়াও হয়, আমার কথা মানতা রাখেন না ফলে আমি ঘটনা স্থল থেকে চলে আসি। আমি চাইব সরকারি কাজ টা হোক, ঠিকাদারি সংস্থা কাছে কাজের মান সঠিক বুজিয়ে নিয়ে।তবে কাজ বন্ধ করার উন্নয়ন আটকে দেওয়ার বিরোধিতা করছি। এবিষয়ে অভিযোগ করি ব্যক্তিরা বলেন