ডাম্পারের ধাক্কায় আহত-২
ধূপগুড়ির : হরিমন্দির সংলগ্ন এলাকায় পিকআপ এবং ডাম্পারের ধাক্কায় আহত-২ ব্যক্তি।শুক্রবার বিকাল নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জানা গেছে পিকআপটি ওভারটেক করতে গিয়ে পিছন দিকে একটি বাম্পার এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই জন আহত হয়ে পড়ে।স্থায়ী মধ্যে তরফ থেকে খবর দেওয়া হয় ধুপগুড়ির দমকল কেন্দ্রে, দুপুর দমকল করবি দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ।