বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ বাচ্চা ছাওয়ালার বাদে দুধ আরহ বিস্কুট বিতাইল রায়গঞ্জত
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ,১৭ মে: গোটা দেশত লকডাউন চলাতে দিন আনা দিন খাওয়া খাটি খাওয়া মানষিলার কাম কাজ বন্ধ হয়াতে অমার পরিবারত অভাব দেখা দিছে।দুইবেলা খাবার জুটাতে হিমশিম খাচে পরিবারের কাম করা মানষিলা।এই নাখান অভাবত পরা মানষিলার বাচ্চা ছাওয়াগিলার কাথা চিন্তা করিয়া অমার পাশত আসিয়া হাজির হইল “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” বুলি একখান স্বেচ্ছাসেবী সংস্থার রায়গঞ্জ শাখার সদস্যগিলা।নারদ বর্মন,কুশ বর্মন,হরিদাস বর্মন আরহ চিন্ময় বর্মনরা আজি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মেহেন্দিগ্রাম,চাপদুয়ার আরহ বারোদুয়ারী এলাকার বোনিহার ছাওয়া আরহ অমার মাওয়ের হাতত স্বাস্থ্যবিধি মানেয়া ২৬টা দুধের কৌটা আরহ বিস্কুটের প্যাকিট দিছে।সংগঠনের রায়গঞ্জ ব্লকের ডাকুয়া নারদ বর্মন জানাইচে অমা এর আগত বিতা ১৪ মে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকাত ১২টা দুধের কৌটা আরহ বিস্কুটের প্যাকিট দিছে।হরিদাস বর্মন নামে অইন্য এক সদস্য জানাইচে লকডাউনের বাদে বাইরত ঠিক মতন না যাওয়াতে আরহ কত ছাওয়ার দুধের দরকার সেটা জানা যায় না।খোজ পাইলে অবশ্যই দুধ আরহ বিস্কুট পৌছায় দুয়া যাবে।বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের গড়েয়া গনেশ রায় জানাইচে গোটে উত্তরবঙ্গত ৩৫০ এর বেশী ছাওয়াক দুধ আরহ বিস্কুট দিয়া সাহাইয্য করা হইচে।আইসা দিনত আরহ এই নাখান চলিতে থাকিবে।সংস্থার পইখ্য থাকি নারদ বাবু ছাওয়াগিলার দুধ আরহ বিস্কুটের বাদে সমাজের সৌগ শ্রেনীর মানষির লোগত সাইধ্যমত আর্থিক সাহাইয্য চাহাইচে।লকডাউনের সময় দুধ আরহ বিস্কুট পায়া ছাওয়ার মাও গিলা খুবে খুশি হইচে বুলি জানা গেইছে।
Account Holder – Ganesh Roy
Bank – Central Bank of India
A/C NO – 3414172708
IFSC – CBIN0280123
BRANCH -Mohanbati, Raiganj
PAYTM – 9635950110
Courstesy -Biswa Rajbanshi Unnayan Manch (NGO)