শিলিগুড়িত করোনা পজিটিভ ২
নিউজ ডেস্ক: শিলিগুড়িত করোনা আক্রান্ত হইল দুইজন। শিলিগুড়ি পুর নিগমের দেশবন্ধু পাড়ার একজন আর অইন্য জন ডাঙ্গিপাড়া এলাকার। এই দুই ব্যক্তির রিপোর্ট পজিটিভ বুলি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেইসে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যি হামার চ্যানেল এর প্রতিনিধিক জানাইসে, দুই ব্যক্তি হোম কোয়ারেন্টীনত ছিল, ঐ দুই জন করোনা আক্রান্তক শিলিগুড়ির কোভিড হাসপাতাল অত ভর্তি করা হবে।