ফালাকাটাত করোনা আক্রান্ত ৪
আপন খবরিয়া, ফালাকাটা: ফালাকাটা ব্লকের বাসিন্দা চাইর জনের শরীর অত পাওয়া গেইসে করোনা ভাইরাস। ঐ চাইর জন জটেশ্বরের কোয়ারেন্টীন সেন্টার অত ছিল। ঘটনাত চাঞ্চল্য ছড়িয়ে পড়িসে। ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ট্রুন্যাট মেশিন অত আজি বিস্তিবার ঐ চাইরজনের করোনা টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ আইসার পরে ঐ চাইরজন আক্রান্তক শিলিগুড়িত কোভিড হাসপাতাল পাঠানো হয়। ঐ চাইর আক্রান্তের মইধ্যে দুই জন পুরুষ আর দুইজন মহিলা। চাইর জনের মইধ্যে একজন দিল্লি থাকি আইসে আর বাকি তিনজন রাইজ্যের নানান জাগা থাকি আইসে। স্বাস্থ্য দপ্তর থাকি জানা যায়, ঐ চাইর আক্রান্তের পরিবারের সোউগ সদস্যকে ফালাকাটাত কোয়ারেন্টীন সেন্টার অত ভর্তি করা হয়। ফালাকাটা ব্লকের বিভিন্ন জাগা থাকি করোনা আক্রান্তের খবর ছড়ি পড়াতে আতঙ্ক তৈরি হইসে অনেক জাগাতে।