বিরল প্রজাতির বাজপখির বাচ্চা উদ্ধার সাকোয়াঝোড়াত
নিজ খবরিয়া, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ নং অঞ্চলের সাকোয়াঝোড়া এলাকা থাকি একটা বিরল প্রজাতির বাজপখি উদ্ধার করা হয়। বিতাকালি ঐ এলাকার বাসিন্দা তথা রাজবংশী ভাষার সিনেমার পরিচালক তপন রায়ের দোকানের আগপাখে তেলমুলের গছ থাকি বাজপখির বাচ্চা অসুস্থ অবস্থায় মাটিত পড়ি যায়। তপন বাবু অসুস্থ বাজটাক বাড়ি নিয়া যায়। উমুরা দেখির পান বাজটাক কাহো বাটুল দিয়া ঢেলায়। পরে নিজের বাড়িতে বাজটার চিকিৎসা করে আরো খোরাক খোয়ান। আজি উমুরা বাজ পখির বাচ্চাটাক ধূপগুড়ি অ্যানিমেল লাভার নামে একটা সংস্থার হাতত তুলি দেন। পরিচালক তপন বাবু কন, একটা বিরল প্রজাতির বাজপখির বাচ্চা ঘায়েল অবস্থাত মাটিত পড়ি যায়, পখিটাক বাঁচের পায়া ভাল নাগেছে।