বৌদি করোনায় আক্রান্ত!
নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলীর বৌদি করোনা পজিটিভ, কিন্তু দাদা স্নেহাশীষ গাঙ্গুলী এলাঙ ওই ধরনের কোন খবর নাই। জানা গেইচে, দাদার শশুর বাড়ী শশুর করোনা পজিটিভ।বাপ বেটিয়ে করোনা পজিটিভ, উমরা বেসরকারি হাসপাতাল থাকি চিকিৎসা হবার ধরিচে কিন্তুক এলা খানিক সুস্থ আছে বুলি জানা গেইচে।