করোনা আক্রান্ত হয়া বিধায়কের মৃত্যু

কলকাতা: করোনা আক্রান্ত হয়া জিউ হারাইল দক্ষিণ ২৪ পরগণার ফলতার বিধায়ক তমোনাশ । রাইজ্যের এই পইলা কোন বিধায়ক করোনা আক্রান্ত হয়া মারা গেইল। কলকাতার বেসরকারি হাসপাতাল অত চিকিৎসা চলির ধরিসে বিধায়কের। ওটেকেনায় মৃত্যু হৈল্ ফলতার বিধায়কের। পরপর চাইরবার বিধানসভা ভোটত জিতি বিধায়ক হন তমোনাশ বাবু। বিধায়কের মৃত্যু ফলতা এলাকাত যেমন শোকের ছায়া নামি আসিসে তেমনি সাধারণ মানুষের মনোত আতঙ্ক তৈরি হইসে। প্রায় এক মাস আগত হাসপাতাল অত ভর্তি হন বিধায়ক, কিন্তু শারীরিক অবস্থার অনুন্নতি ঘটিতে থাকে। তমোনাশ ঘোষের মৃত্যুত গভীর শোকাহত দলের সহকর্মীলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *