নাগর নদী থাকি ঘড়িয়াল উদ্ধার, চাঞ্চল্য রায়গঞ্জত
বিশ্বনাথ সিংহ, রায়গঞ্জ: ঘড়িয়াল উদ্ধার করা নিয়া চাঞ্চল্য ছড়াইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বগলত বাংলা বিহার সীমানাত। দুই রাইজ্যের সীমানাত গৌরী অঞ্চলের ভিটিয়ান গ্রামের নাগর নদী থাকি বিস্তিবার সাকালে সাত ফুটের অ্যাকটা ঘড়িয়াল আটক হয় জালিয়ার জালত। গ্রামের মানষি হামার চ্যানেলের খবরিয়াক বিষয়টা তুলি ধরিলে উত্তর দিনাজপুরের অ্যাকটা পরিবেশ প্রেমী সংগঠনের সাথত বন দপ্তরের কর্মীলা ঘড়িয়ালটাক উদ্ধার করে। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া কন, সম্ভবত নেপাল বা বিহার থাকি মহানন্দা নদী হয়া নাগর নদীত আইসে ঘড়িয়ালটা। উদ্ধার হওয়া ঘড়িয়ালটাক কোচবিহারের রসিক বিল বা অইন্য কুনো সংরক্ষণ কেন্দ্রত ছাড়ি দিবে বন দপ্তর।