কামতাপুরী ভাষা একাডেমির এক দিনিয়া কর্মশালা লাটাগুড়িত
নিজ খবরিয়া, লাটাগুড়ি,৩০ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কামতাপুরী ভাষা একাডেমির পাক থাকি অনুষ্ঠিত এক দিনিয়া কর্মশালা। বুধবার মাল ব্লকের লাটাগুড়ির বগলত গোলাবাড়ি ক্রান্তির ঝাড় শালবাড়িত এই আলোচনা সভার আয়োজন করা হয় । মূলত কামতাপুরী ভাষা সাহিত্য,ইতিহাস,কৃষ্টি সংস্কৃতির সেই কাল এইকাল নিয়ে আলোচনা হয় এইদিন। এইদিনের এই কর্মশালাত উপস্থিত আছিল কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান বজলে রহমান, ভাইস চেয়ারম্যান অতুল রায়, কামতাপুরী ভাষা একাডেমির সদস্য প্রসেনজিৎ রায়, সদস্য সুরেশ চন্দ্র রায়, মনোরঞ্জন রায়, সঞ্জয় রায়, যাদব রায় সহ ভেল্লা মানষি। এই দিনের এই অনুষ্ঠানের শুরুতে কামতাপুরী ভাষা আন্দোলনত শহীদলার প্রতি শ্রদ্ধা জানেয়া নীরবতা পালনের মইধ্য দিয়া অনুষ্ঠান মুকুলন হয়। এরপর মূল মঞ্চত হলদিয়া গামছা আরহ গুয়া পান দিয়া বরণ করি নেওয়া হয় আইস্যা সাগইলাক। তার পাছত কল গছত গোছা বা প্রদীপ প্রজ্জ্বলনের মইধ্য দিয়া অনুষ্ঠান মঞ্চের মুকুল হয় । একে একে তামান ভাষা বিদ সহ বিশিষ্ট অতিথিলা কামতাপুরী ভাষার কৃষ্টি, ভাষা সাহিত্য নিয়ে আলোচনা করেন আইস্যা দিনলাত এই নাখান কর্মশালা বিভিন্ন জাগাত হবে বুলি জানাইসে একাডেমির পাক থাকি।