রাঙ্গালিবাজনাত উদযাপন হৈল রাজবংশী মহামিলন দিবস

বিদ্যুৎ কান্তি বর্মন, ফালাকাটা:- বুধবার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাজবংশী জনজাগরণ মঞ্চের উজ্জোগত ব্লকের রাঙ্গালিবাজনাত উদযাপন হইল রাজবংশী মহামিলন দিবস। এদিনা সাত সকালে নদীর ঘাটত উপনয়ন পর্বের মইধ্য দিয়া অনুষ্ঠান খানের আরম্ভ করা হয়।এদিন ভেল্লা মানষি নদীর ঘাটত বসি মাথা নাড়িয়া করি পৈতাও নেয়। বগলাবগলি উত্তরবঙ্গের লোকসংস্কৃতি আগিলা তলথি ধরিবার তানে ভাওয়াইয়া, কুশান, চোরচুন্নি, মেছেনি সোদে আরো নানান গান, আরহ নাচত তাল মিলি দিনভর জোগাড় করা হয় ভেল্লা সাংস্কৃতিক অনুষ্ঠানের।মাদারিহাট বীরপাড়া ব্লক রাজবংশী জনজাগরণ মঞ্চের পাখ থাকি শৈলেন রায় কন, ঠাকুর পঞ্চানন বর্মাক অনুসরন করি ২৭ মাঘ দিনটাক উপয়ন করি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়া হামা ভাল করি পালন করি।এদিনকার অনুষ্ঠানত সাগাই  হিসেবে হাজির আছিলেক জটেশ্বর লীলাবতী কলেজের অধ্যক্ষ নারায়ন বাসুনীয়া, রাঙ্গালিবাজনা মোহন সিং হাই স্কুলের আগিলা প্রধান শিক্ষক হরিমোহন রায় সুদে আরো ভেল্লা ডাঙরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *